শুরু হয়েছে কোক স্টুডিও কনসার্ট

আক্ষরিক অর্থেই ঝড়-ঝাপ্টা পেরিয়ে শুরু হয়েছে কোক স্টুডিও কনসার্ট। লাখো দর্শকের উপস্থিতিতে তারকা শিল্পীদের কণ্ঠের জাদুর সূরের মুর্চ্ছনা যেন এক অপার্থিব পরিবেশ নেমে এসেছে ঢাকার আর্মি স্টেডিয়ামে।
অনিমেষ রয় আর পান্থ কানাইয়ের মোহময় পার্ফমেন্স শেষ হওয়ার পর মঞ্চে এলেন ঋতুরাজ। গাইলেন বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। তার সঙ্গে ছিলেন নন্দিতা। এরপর এলেন শায়ন চৌধুরী অর্ণব। তার সঙ্গে ছিলেন রিপন কুমার সাহা রোদে রোদে পাখনা ডোবায় মুচকি হাসে শহরতলি... লাখো দর্শক মোহিত হয়ে শুনছে গান।
অর্ণবের গানের পর মঞ্চে আসেন মমতাজ। তিনি গান ‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই...’
কোক স্টুডিও নিজেদের ফেসবুক পেজ থেকে লাইভ অনুষ্ঠান সম্প্রচার করছে। প্রায় পনের হাজার দর্শক লাইভে কনসার্ট দেখছে। সেখানে মঞ্চের পাশে উপস্থিত দর্শকেরাও মন্তব্য করছেন। একজন মন্তব্য করেছেন, ‘অদ্ভুত! মনে হচ্ছে আমি কেঁদে ফেলবো!’
করোনা মহামারীসহ নানা পরিস্থিতির কারণে বলা যায় দীর্ঘদিন পর এমন একটি কনসার্ট উপভোগ করছে ঢাকার দর্শক। সেই সঙ্গে বলা হচ্ছে এ বছরের সবচেয়ে বড় কনসার্ট এটি।
আজকের কনসার্টের মূল আকর্ষণ ব্যান্ড তারকা জেমস। এ ছাড়া মমতাজ, ব্যান্ড তারকা মিজান, শায়ান চৌধুরী অর্ণব, পান্থ কানাই প্রমুখের অংশ নেওয়ার কথা। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট। এ কনসার্টে গিয়ে ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হওয়া কোক স্টুডিও বাংলার জনপ্রিয় বাংলা গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করে সাড়া ফেলেছে। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে কোক স্টুডিও বাংলার পাঁচটি গান—‘নাসেক নাসেক’, ‘প্রার্থনা’, ‘বুলবুলি’, ‘ভবের পাগল’ ও ‘চিলতে রোদ’।
মন্তব্য করুন: