দুস্থ শিশুদের হলে নিয়ে সিনেমা দেখালেন বলিউডের এই নায়ক

বলিউড জুড়ে এখন আলোচনায় রয়েছে কার্তিক আরিয়ান অভিনীত 'ভুল ভুলাইয়া-২'। বক্স অফিসে তুমুল সফল সিনেমাটি। ইতিমধ্যেই বক্স অফিসে ১৭৫ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। তবে সিনেমার ব্যবসার চেয়ে বড় একটি খবর প্রকাশ করেছে জিনিউজ।
ভুল ভুলাইয়া-২ এর নায়ক কার্তিক দুস্থ শিশুদের সঙ্গে সিনেমাটির আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন।
কার্তিক আরিয়ানের উদ্যোগে ভুল ভুলাইয়া-২ ছবিটি দেখল ১২০ জন দুঃস্থ শিশু। তারই কিছু মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। নিজের ছবির সাফল্য দুঃস্থ শিশুদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা কার্তিক আরিয়ান।
তবে শুধু সিনেমা দেখাই নয়, সঙ্গে ওই শিশুদের সঙ্গে খাওয়া-দাওয়া এবং দেদার আড্ডাও দিলেন কার্তিক। প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে, তাঁর সঙ্গে সিনেমা দেখে, ছবি তুলে খুশি শিশুরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: