• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিয়ের ৭৪ দিনেই মা হওয়ার সংবাদ দিলেন আলিয়া

প্রকাশিত: ১৩:২৫, ২৭ জুন ২০২২

ফন্ট সাইজ
বিয়ের ৭৪ দিনেই মা হওয়ার সংবাদ দিলেন আলিয়া

বিয়ের ঝক্কি-ঝামেলা পেরিয়ে ওঠার আগেই নতুন সুখবর দিলেন আলিয়া ভাট। বিয়ের আড়াই মাসের মতো অর্থাৎ ৭৪ দিনের মাথায় মা হওয়ার সুখবর দিলেন এই বলিউড অভিনেত্রী।

সোমবার (২৭ জুন) সকালে সামাজিক মাধ্যমে এক ছবি পোস্ট করে এ সুখবর দেন আলিয়া। ইনস্টাগ্রামে বেশকিছু ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে আলিয়া লিখেছেন, খুব দ্রুতই সন্তান আসছে আমাদের।

এই খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমেই অভিনন্দনের জোয়ার বয়ে যাচ্ছে। বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা আলিয়া ভাট ও রণবীর কাপুরকে জানাচ্ছেন অভিনন্দন। করণ জোহর, প্রিয়াঙ্কা চোপড়া, রাকুল প্রীত সিং, মৌনী রায়, পরিণীতি চোপড়া, বাণী কাপুর, এশা গুপ্ত, মালাইকা অরোরা, কৃতি শ্যাননসহ এক ঝাঁক তারকা উচ্ছ্বাসিত হয়েছেন।

এর আগে দীর্ঘ ৫ বছর প্রেমের বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত ১৬ এপ্রিল রাতে ছিল রণবীর-আলিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানসহ বহু তারকা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2