• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আসামে বন্যার্তদের পাশে আমির খান

প্রকাশিত: ২২:৪৫, ২৮ জুন ২০২২

ফন্ট সাইজ
আসামে বন্যার্তদের পাশে আমির খান

আসামের বন্যায় প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সেখানকার মানুষের প্রতিদিনের খাবার সংকট এখন সবচেয়ে বড় সমস্যা। না খেয়ে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছে আসামের মানুষের। সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ২৫ লাখ টাকা দিয়েছেন বলিউডের সুপারস্টার আমির খান।

আসামে বন্যায় বিপর্যস্ত মানুষের জন্য তৈরি হয়েছে ৭৫৯টি ত্রাণ শিবির। যেখানে আশ্রয় নিয়েছে ২ লাখের বেশি মানুষ। এছাড়া, ৬৩৬টি কেন্দ্র থেকে ত্রাণ বিলি করা হচ্ছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ টাকা দান করেছেন। আমির খানকে ধন্যবাদ।

এর আগে ত্রাণ তহবিলে অর্থদান করেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও পরিচালক রোহিত শেঠি।

সূত্র: ইন্ডিয়া ডটকম।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2