আরেকটি বিয়ে করলেন ফারিয়ার প্রাক্তন স্বামী অপু

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ছোট ও বড় পর্দায় অভিনয় করে পেয়েছেন ব্যাপক দর্শকপ্রিয়তা। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের প্রেমিক হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন ফারিয়া। কিন্তু নানা কারণে ভেঙে যায় ভালোবাসার সেই সংসার।
বিবাহ বিচ্ছেদের পর বেশিদিন একা থাকতে হয়নি ফারিয়ার। জাহিন রহমানের সঙ্গে দ্বিতীয় সংসার শুরু করেছেন তিনি। দ্বিতীয় এই বিয়ের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই অভিনেত্রী। এবার নতুন করে আবারও বিয়ের পিঁড়িতে বসলেন ফারিয়ার প্রাক্তন স্বামী অপু।
প্রাক্তন স্বামীর বিয়ের সংবাদ শুনে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে প্রাক্তন স্বামীর বিয়ের ছবি যুক্ত করে ফারিয়া। এর সঙ্গে তিনি লেখেন, ‘অভিনন্দন, শুভকামনা। ’
২০২১ সালে প্রাক্তন স্বামী অপুর নির্যাতনের কথা জানিয়েছিলেন ফারিয়া। এরপর থেকে দুজন দুই পথে হাঁটতে শুরু করেন।
আরও পড়ুন:
বিভি/জোহা
মন্তব্য করুন: