টিকটক নিয়ে দীঘির পরামর্শ

শিশু তারকা থেকে এখন জনপ্রিয় তারকা প্রার্থনা ফরদিন দীঘি। দেশজুড়ে রয়েছে তার অংসখ্য ভক্ত। সিনেমার পাশাপাশি সামাজিক মাধ্যমে বিভিন্ন প্লাটফর্মে তাকে দেখা যায়। টিকটকেও রয়েছে তার সরব উপস্থিতি। তবে টিকটকে আর থাকছেন না দীঘি। নিজে সরে এসে সবাইকে সরে আসার কথা বলেছেন।
সম্প্রতি দেখা গেছে নায়িকা চরিত্রে নিজেকে মেলে ধরতে পারছেন না দীঘি। এর কারণ হিসেবে তার টিকটকের কথা বলছেন অনেকেই। টিকটকই তার সিনেমায় পথের কাঁটা বলে মন্তব্য করেছেন সিনেবিশ্লেষকদের কেউ কেউ। এমনকি টিকটকের কারণেই প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার একটি সিনেমা থেকে বাদ পড়েন দীঘি।
এ প্রসঙ্গে সম্প্রতি দীঘি জানান, টিকটক থেকে সরে আসছেন তিনি। অন্যদেরও টিকটক থেকে সরে আসতে বলেন। তবে তার কারণটি ভিন্ন।
শনিবার (২৩ জুলাই) সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে দীঘি জানিয়েছিলে, শুধু আমি না, বাংলাদেশের নায়িকাদের মধ্যে অনেকেই টিকটক করে। আমি জানি না তাদের কেন এই প্রশ্ন করা হয় না। আর আমার হাতে আসলে সময় নেই। পড়াশোনা কাজ এসবই আমার হাতে। সময় এতটাও পাওয়া যায় না। আমি যেহেতু জিনিসটা সময় দিতে পারছি না, জিনিসটা থেকে বের হয়ে আসতেছি। আপনারাও বের হয়ে আসেন এবার।
দীঘি আরও জানানা, টিকটকে আমার জনপ্রিয়তা বেড়েছে না কমেছে, আমি জানি না। টিকটকে আমাকে মানুষ অনেক সাপোর্ট দিয়েছে, পছন্দ করেছে। যার জন্য একসময় অনবরত করা হতো। আমার ফলোয়ার এ জন্যই বেড়েছে। সবাই আমাকে ভালোবাসে।’
শিশু থেকে বড় পর্দার নিয়মিত মুখ দীঘি সিনেমাতে নায়িকা চরিত্রে অভিনয় করলেও সেই ছোট্ট দীঘির মতো সাড়া পাননি। এখন ব্যস্ত আছেন পড়াশোনা আর ‘মুজিব’ ও ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমা নিয়ে।
বিভি/এজেড
মন্তব্য করুন: