• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চল্লিশের পর মেয়েরা দুষ্টু হয়, আরও আবেদন বেড়ে যায়: বিদ্যা

প্রকাশিত: ১০:৫৬, ৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
চল্লিশের পর মেয়েরা দুষ্টু হয়, আরও আবেদন বেড়ে যায়: বিদ্যা

বলিউড সিনেমার সাহসী নায়িকা হিসেবে খ্যাত বিদ্যা বালান আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন। এমনিতেই বরাবর চাঁছাছোলা মন্তব্যের কারণে তিনি বেশ বিখ্যাত। আর চল্লিশ বছর পেরিয়ে জানিয়েছেন নিজের চল্লিশের চাওয়া-পাওয়া ও স্বাদ আহ্লাদের কথা।

সম্প্রতি বয়সে চল্লিশের কোটা পূর্ণ করেছেন বিদ্যা। চল্লিশ বসন্ত পার করে বিদ্যা বললেন, একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে বিদ্যা বলেন, ‘চল্লিশের পরও মেয়েরা দুষ্টু ও আরো আবেদনময়ী হয়। সাধারণত আমাদের লাজুক হতে ও যৌনতা উপভোগ না করার শিক্ষা দেওয়া হয়। বয়সের সঙ্গে সঙ্গে মেয়েরা আরো পরিপক্ব হয়, কারণ তখন সে কিছুর পরোয়া করে না। এটা বাড়তে থাকে। এটা আনন্দের। যখন কেউ কিছুর পরোয়া করবে না, তখনই মজার মাত্রা বাড়বে।’

‘আমার এক বন্ধু বলত, ৩৫ বছর পরই মেয়েরা অধিক উপভোগ করে। ব্যাখ্যা করে বলে, সে কোনো সম্পর্কে জড়াতে চায় না। যে মেয়েটি আর কোনো সম্পর্কে জড়াতে চায় না, তার সঙ্গে জমে বেশি। সে বলেছিল, পঁয়ত্রিশের পর মেয়েরা কোনো কিছুর পরোয়া করে না। আমি বলি, চল্লিশের পর মেয়েরা আরো বেশি পরোয়া করে না।’

ভারতের বিখ্যাত গণিতবিদ শকুন্তলাকে নিয়ে নির্মিত বায়োপিকে পরবর্তী সময়ে দেখা যাবে বিদ্যা বালানকে। এই ছবিতে বিদ্যার মেয়ের চরিত্রে অভিনয় করবেন দঙ্গলকন্যা সানিয়া মালহোত্রা। এছাড়াও প্রথমবার তামিল সিনেমায় কাজ করছেন বিদ্যা। অজিথ কুমারের বিপরীতে অভিনয় করছেন হিন্দি ‘পিংক’ ছবির তামিল রিমেকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2