আমাকে রাতে ঘুমাতে দেয় না আলিয়া: রণবীর

রণবীর কাপুর বলেছেন, আলিয়া আমাতে ঘুমাতে দেয় না। অধিকাংশ সময়ই নির্ঘুম রাত কাটে। যদি ও চারিদিকে রণবীরের নতুন ছবি ব্রহ্মাস্ত্রর জয়জয়কার।
কিন্তু কি কারনে ঘুমাতে পারেন না রণবীর। এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘আলিয়া গোটা বিছানা জুড়ে শুয়ে থাকে। আর আমি এক কোণায় পড়ে থাকি। সারারাত আলিয়া বিছানায় ঘুরতে থাকে! বেশিরভাগ রাতেই আমার একেবারে ঘুম হয় না।’
অভিযোগ মেনে নিয়ে ‘রাজি’ সিনেমাখ্যাত অভিনেত্রী আলিয়া ভাট বলেন, ‘রণবীরের সবচেয়ে ভালো দিক হলো, সে খুব ঠান্ডা স্বাভাবের। খুব ভালো শ্রোতা। মন দিয়ে সবার কথা শোনে।’
রণবীর-আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’বক্স অফিসে সাড়া ফেলেছে। মোট তিনটি অংশে মুক্তি দেওয়া হবে ‘ব্রহ্মাস্ত্র’। প্রথমটির নাম ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা’।
আয়ান মুখার্জি পরিচালনায় সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রণবীর-আলিয়া, অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ অভিনয় করেছেন।
বিভি/ এসআই
মন্তব্য করুন: