মাহির ফেসবুক হ্যাকড, হঠাৎ বিতর্কিত পোস্ট

রবিবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে হঠাৎ চোখ আটকে যায় চিত্র নায়িকা মাহিয়া মাহির ফেসবুক পোস্টে। সেখানে লেখা, ‘আমরা আর একসাথে নাই’! হঠাৎ রহস্য সৃষ্টি হয় সর্বত্র।তবে কেন নেই, কার সঙ্গে নেই এসব প্রশ্ন জাগে ভক্তদের মনে।
অনেকে আবার জিজ্ঞাসা করেছেন, মাহিয়া মাহির কি আবারও সংসার ভাঙতে চলেছে? তবে এখনো এ নিয়ে কিছু জানাননি মাহি। ভক্তদের মনে উঁকি দিয়ে, মাহির ফেসবুক আইডি কি হ্যাক হয়েছিল?
ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র ১৫ মিনিটেই তাতে দেড় হাজারের বেশি রিয়্যাক্ট পড়ে। মন্তব্য করেন অনেকেই। তবে আধা ঘণ্টা পর সেই পোস্ট সরিয়ে দেন মাহি।
এরপর তিনি আবার লেখেন, আমি ছাড়াও আমার প্রোফাইলে কে যেন লগইন করেছিল। জানি না কাকে কাকে টেক্সটও পাঠিয়েছে। কী ভয়ানক!
এই স্ট্যাটাসের অর্থ- তার ফেসবুক হ্যাক হয়েছিল। কিন্তু স্ট্যাটাস প্রসঙ্গে জানতে মাহি ও তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই সাড়া দেননি।
বিভি/এজেড
মন্তব্য করুন: