নিজের ছেলেদের ফুটবলার বানাতে চান সিয়াম-রাজ

বর্তমান সময়ে বাংলা সিনেমার পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন দুই নায়ক সিয়াম আহমেদ ও শরিফুল রাজ। 'দামাল' সিনেমার মাধ্যমে এই দুই অভিনেতা এই প্রথম একসাথে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। স্বাধীন বাংলা ফুটবলের গল্প নিয়ে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমাটি। এই ছবিতে অভিনয় করতে গিয়ে দুই নায়কের উপলদ্ধি হয় যে, তাদের ছেলেদেরকে ফুটবলার বানাবেন ভবিষ্যতে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটিতে আয়োজিত মুক্তি প্রতীক্ষিত ‘দামাল’ ছবির সংবাদ সম্মেলনে হাজির হয়ে এমনটাই জানান সিয়াম। তাতে সায় দেন রাজও, এবং ভবিষ্যতে ক্লাব গড়ে তোলার ইচ্ছে আছে বলে জানান তারা।
আরও পড়ুন: সবাই শরীর দেখলো, অভিনয় কেউ দেখলো না: নায়িকার আক্ষেপ
এক প্রশ্নের জবাবে সিয়াম আহমেদ বলেন, ‘আমার আর রাজের ছেলেকে শুধু ফুটবলার না, যেকোনো স্পোর্টস পারসন বানাতে চাই। ছেলেদের কথা ভেবে ইনফ্যাক্ট আমরা একটি ক্লাব দেওয়া যায় কিনা, সেটাও ভাবছি।’
সিয়ামের এমন ভাবনায় সমর্থন জানিয়ে রাজ বলেন, ‘আমি সমর্থন করছি। সুন্দর আইডিয়া।’
২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘দামাল’। সিনেমাটিতে মিম-রাজ-সিয়াম ছাড়াও আছেন সুমিত, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।
আরও পড়ুন: এবার রাজনীতির মাঠে মাহিয়া মাহি!
বিভি/জোহা
মন্তব্য করুন: