• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পূজা-শাকিবের বিয়ে নিয়ে নকূল কুমার বিশ্বাসের গান

প্রকাশিত: ২১:৪৪, ১২ অক্টোবর ২০২২

আপডেট: ২২:১৬, ১২ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
পূজা-শাকিবের বিয়ে নিয়ে নকূল কুমার বিশ্বাসের গান

কিছুদিন ধরে ‘টক অব দ্য টাউন’ শাকিব খান। ঢালিউডের এই কিং খান দীর্ঘদিন ধরে কাজ দিয়ে না হলেও ব্যক্তি জীবন দিয়ে আলোচনায় এসেছেন ঠিকই। গোপনে বিয়ে-সন্তান-বিচ্ছেদ এ তিনটি শব্দ পিছুই ছাড়ছে না ঢালিউড কিংয়ের। অপু বিশ্বাস, বুবলীর পর সেই তালিকায় নাম যুক্ত হয়েছে নায়িকা পূজা চেরীর নাম। আর শাকিব-পুজার বিয়ের গুঞ্জন মধ্যে তাদের নিয়ে গান বানিয়েছেন সঙ্গীতশিল্পী নকূল কুমার বিশ্বাস। 

বুধবার (১২ অক্টোবর) নকূল কুমার বিশ্বাসের ইউটিউব চ্যানেলে একটি গান প্রকাশ করার হয়। 'বিয়ের বাদ্য বাজাও'-এমন লিরিকের গানটিতে দেখা মিলেছে শাকিব খান ও পূজা চেরি অভিনীত সিনেমার বেশ কিছু দৃশ্য। গানের টাইটেলে লেখে হয়, 'পূজা-শাকিবের বিয়ে'। 

আরও পড়ুন: সন্তানদের বিয়ে নিয়ে যারা চিন্তিত তাদেরকে পরামর্শ দিলেন আসিফ

মাত্র আট বছর বয়সে যাত্রার দলে শিল্পী হিসেবে যোগদানের মাধ্যমে তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু। এরপর ১৯৯৬ সালে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রচারিত হওয়া তার গাওয়া ‘বিয়া করলাম ক্যানরে দাদা, বিয়া করলাম ক্যান’ গানটির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান নকূল কুমার বিশ্বাস।

আরও পড়ুন: আমার মেয়েটা ছোট, দয়া করে ওকে বাঁচতে দেন: পূজার মা

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2