• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিল্পীদের জীবন নিয়ন্ত্রিত হওয়া উচিত, শাকিবকে নিয়ে জায়েদ খানের মন্তব্য

প্রকাশিত: ১৬:২৫, ১৩ অক্টোবর ২০২২

আপডেট: ১৬:২৬, ১৩ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
শিল্পীদের জীবন নিয়ন্ত্রিত হওয়া উচিত, শাকিবকে নিয়ে জায়েদ খানের মন্তব্য

ঢাকাই সিনেমার দুই আলোচিত নায়ক শাকিব খান ও জায়েদ খান। তারা নিজেদের কাজ নিয়ে যতটা না আলোচিত তার থেকে বেশি সমালোচিত তাদের ব্যক্তি জীবন নিয়ে। 

কিছুদিন ধরে ‘টক অব দ্য টাউন’ ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার জীবনের সাথে জড়িয়েছে অপু বিশ্বাস, শবনম বুবলী ও পূজার চেরির নাম। প্রথম দুই নায়িকাকে বিয়ে কথা স্বীকার করে নিলেও পূজার ব্যাপারে কিছু বলেনি এ নায়ক। তবে তাদের বিয়ে নিয়ে গুঞ্জন পুরো মিডিয়া পাড়ায়। 

এবার শাকিব খানকে নিয়ে কথা বলেছেন জায়েদ খান। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ' আমি শাকিব খানের ওপর একা দোষ চাপানোর পক্ষে নই। শিল্পীদের নানা বিষয় নিজেদের মধ্যে সমাধান করে নেওয়া উচিত। একজন শিল্পী যদি তৈরি হয়, সে তখন নিজের থাকে না, সে পাবলিক প্রোপার্টি হয়ে যায়। শিল্পীদের এই ব্যাপারগুলো দরজা আটকিয়ে বেডরুমের মধ্যেই শেষ হয়ে যাওয়া উচিত। সাংবাদিক পর্যন্ত আসা কখনোই উচিত না। এর চেয়ে অনেক বড় বড় ঘটনা ঘটেছে রাজ্জাক ভাইদের আমলে। আমি শুনেছি শিল্পী সমিতির সেক্রেটারি হওয়ার কারণে। রাজ্জাক ভাই-ফারুক ভাই, সোহেল রানা সাহেব, শাবানা আপাদের কেউ জানতো না। জানতেই দেয়নি সাংবাদিকদের। বাসাতেই শেষ করে দিয়েছে।

তিনি আরও বলেন, 'এক শাকিব খানের দোষ দিয়ে আপনি কী করবেন? যে মেয়ে জানছে, তার (শাকিব) আরও দুইজন বউ আছে― কথার কথাই ধরে নিলাম, সে যদি তিন নম্বর-চার নম্বর বউ হতে চায়, সেটাও তার প্রবলেম! প্রবলেম যে কারো একার তা না। এই জিনিসগুলো আসলে নিজেদের মধ্যে সমাধান হতে পারে।'

শিল্পীদের উদ্দেশে জায়েদ খান বলেন, 'আমি শিল্পীদের প্রতিনিধি হিসেবে বলতে চাই, শিল্পীদের জীবন নিয়ন্ত্রিত হওয়া উচিত। মানুষকে জানানো উচিত না। বিতর্কিত ইস্যুগুলো ভেতরেই শেষ হয়ে যাওয়া উচিত। কারো ওয়াইফ বা তার প্রেমিকার সঙ্গে মতবিরোধ হতেই পারে। তাকে ফোন করে ডেকে এনে রুমের মধ্যে এটা শেষ করে দেওয়া উচিত।'

প্রসঙ্গত, জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতিতে টানা দুই পর্বে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন। তৃতীয় নির্বাচনেও তিনি জয়লাভ করেন ভোটের অঙ্কে। যদিও তার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সেই ফলাফলটি এখন আদালতে গড়িয়েছে। তবে আদালতের ফলাফল আসার আগেই সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে চলেছেন নিপুণ আক্তার।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2