হঠাৎ কার উপর ক্ষেপলেন বুবলি!

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শবনম বুবলী। কয়েক দিন থেকেই রয়েছেন আলোচনা-সমালোচনায়। তবে সিনেমার জন্য নয় বরং ব্যক্তি জীবন নিয়েই রয়েছেন নেটিজেনদের মুখে মুখে। তার সব কিছুর আপডেট তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিজেই।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিয়ে, সন্তানের খবরও নিজেই এনেছেন প্রকাশ্যে। এবার ইন্ডাস্ট্রির একজনকে উদ্দেশ করে দীর্ঘ বুবলী স্ট্যাটাস দিয়েছেন তার ভেরিফায়েড ফসেবুক পেইজে।
বৃহস্পতিবার (২০ অক্টবর) দুপুরে বুবলী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আপা, আপনি একাধারে লেখিকা, পরিচালক, নাট্যকার, অভিনেত্রী এবং সাংবাদিকসহ নানান গুনে গুনান্বীত। আপনি অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে এবং আপনার দ্বায়বদ্ধতা অনেক। আপনাকে আমি সম্মান করি কিন্তু যখন কোনো পার্টিকুলার বিষয়ে যেটা একান্তই কারো ব্যক্তিগত সে বিষয়ে পুরোটা না জেনে কোথাও বিচারকের মতো কোনো বিচারমূলক কমেন্ট করেন, তখন আপনার কথার ভঙ্গীমা, শব্দের প্রয়োগ এবং একদিকে পক্ষপাতিত্বমূলক কমেন্টটা শুনলে বুঝতে আর বাকি থাকে না আপনি সেই বিষয়ে বা যাকে নিয়ে বলছেন সে ব্যক্তিকে প্রপারলি না জেনেই কমেন্ট করছেন।’
সেই সঙ্গে বুবলী আরও লিখেছেন, ‘আপনার এরকম আক্রমণাত্মক মনোভাব পোষণ করা কমেন্টটা দেখে অবাক হয়েছি যে আমরা যাদের অভিভাবক ভাবছি তারা তাদের সকল সন্তানদের এক চোখে দেখেন না। দুঃখজনক !!! আমরা সিনিয়রদের কাছ থেকে কী শিখছি?’
সন্তানকে নিয়ে বেশ ভালো মুডেই আছেন শবনম বুবলী। তার ফেসবুকে পোস্টগুলো দেখে তারই প্রমাণ পাওয়া যায়। তবে কারো নাম উল্লেখ না করে কেন এই স্ট্যাটাস দিয়েছেন বুবলী তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
গেল ৩০ সেপ্টেম্বর বুবলী ও শাকিব দুজনেই অভিন্ন ভাষায় তাদের ভক্তদের জানিয়েছিলেন নিজেদের সন্তানের খবর। তাদের এত দিনের লুকিয়ে রাখা সন্তানের ছবি প্রকাশও করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিভি/টিটি
মন্তব্য করুন: