প্রথম সন্তানের বাবা হলেন গায়ক ইলিয়াস হোসাইন

নিজের গান দিয়ে শ্রোতামহলে তুমুল জনপ্রিয়তা পাওয়া সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসাইন। এবার নতুন সুখবর দিলেন এ গায়ক। প্রথম সন্তানের বাবা হলেন তিনি।
বুধবার (২৬ অক্টোবর) ইলিয়াস-কারিন দম্পতির ঘর আলো করে এসেছেত ছেলে সন্তান। এ নিয়ে নায়ক নিজের ফেসবুকে লেখেন, 'আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ও কারিন নাজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছি। আমার স্ত্রী ও সন্তানের জন্য সবাই দোয়া করবেন। তার ওই পোস্টে নেটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছেন এবং নবজাতকের জন্য ভালোবাসা দিচ্ছেন।'
ইলিয়াসের স্ত্রী কারিন দীর্ঘদিন ধরেই সুইডেনের স্টোকহোমে থাকেন। সেখানেই তাদের সন্তানের জন্ম হয়েছে। আপাতত ইলিয়াসও স্ত্রী-সন্তানের সঙ্গেই রয়েছেন।
বিভি/জোহা
মন্তব্য করুন: