অল্প কয়েক দিনের মধ্যে আসছে ‘শের খান’র বিস্তারিত খবর

বেশ কয়েক মাস ধরেই আলোচনার শীর্ষে আছেন নায়ক শাকিব খান। তবে সেই আলোচনা তার সিনেমা নিয়ে নয়, ব্যক্তিগত জীবন নিয়ে হচ্ছে তুমুল চর্চা। এরই মাঝে এলো সামনে এলো তার সিনেমার খবর। কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করতে যাচ্ছেন সানি সানোয়ার পরিচালিত ‘শের খান’ ছবির শুটিং।
এ সিনেমাটি প্রযোজনা করবে শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস। আর সহ-প্রযোজক হিসেবে আছে কপ ক্রিয়েশন। তার তাদের ফেসবুক পেইজ থেকে ছবিটি নিয়ে জানানো হয়, সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে।
প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুকে পেজে বলা হয়, ‘চলচ্চিত্রটি নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে এ সপ্তাহেই। স্বল্প সময়ের মধ্যে শের খান নিয়ে আপনাদের আগ্রহ, উদ্দীপনা ও ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আশা করি শের খান চলচ্চিত্রটি আপনাদের আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।’
বিভি/জোহা
মন্তব্য করুন: