• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মিমকে নিজের স্বামী নিয়ে সন্তুষ্ট থাকার উপদেশ পরীমণির

প্রকাশিত: ১৩:৫০, ১০ নভেম্বর ২০২২

আপডেট: ১৫:২১, ১০ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
মিমকে নিজের স্বামী নিয়ে সন্তুষ্ট থাকার উপদেশ পরীমণির

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণির মনের আকাশের রং কখন পাল্টাচ্ছে তা বুঝতে পারবেন তার সামাজিক যোগাযোগমাধ্যম ফলো করলে। বিষন্ন আকাশে বাজ পড়লে বোমা ফাটান ফেসবুকে এসে।

এমনই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাপূর্ব রাত সোয়া ২টার দিকে। হঠাৎ নেট দুনিয়ায় নির্মাতা রায়হান রাফী, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও নিজের স্বামী অভিনেতা শরিফুল রাজকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়ে আবারও আলোচনায় এসেছেন পরী। ইঙ্গিত করেছেন মিম-রাজের বিবাহ বহির্ভূত সম্পর্কের। মিমকে নিজের স্বামী নিয়ে সন্তুষ্ট থাকার উপদেশ দিয়ে একহাত নিয়েছেন রাজ ও রাফীকে। 

শুরুতেই রাফীকে ‘দালাল আখ্যা দিয়ে পরীমণি লিখেছেন, ‘রায়হান রাফী, সিনেমার সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি।’

এসময় মিমকে মেনশন করে তিনি লেখেন, ‘বিদ্যা সিনহা মিম, নিজের জামাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’

এরপর রাজকে ট্যাগ করে পরী লিখেছেন, ‘শরিফুল রাজ এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’

সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্ট্যাটাসটি শেষ করেন এ তারকা। তবে, কী কারণে পরীমণি মাঝরাতে হঠাৎ এমন বাজ ফেললেন সে বিষয়ে কিছুই লিখেননি। রাফী কী দালালি করলেন, মিমকে কেন স্বামী নিয়ে সন্তষ্ট থাকার উপদেশ দিলেন আর কোন বিষয়টা এতদূর গড়াতে দেওয়া রাজের উচিত হয়নি- সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানি তিনি। 

তবে নেটিজেনরা বলছেন-মিম ও রাজের বিবাহ বহির্ভূত সম্পর্কের ইঙ্গিত করেছেন তিনি। এর আগেও এমন সরব হয়েছেন তিনি। ‘দামাল’ সিনেমার প্রচারণায় মিম ও রাজ একে অন্যের হাত ধরে দাঁড়িয়েছিলেন। বিষয়টি তখনও মেনে নিতে পারেননি পরীমণি। সেসময়ও এ নিয়ে তিনি ইঙ্গিতে ফেসবুকে ক্ষোভ ঝেড়েছিলেন। লিখেছিলেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখিনি কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে।’

চলতি বছর পরপর দুটি ছবিতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে দেখা গেছে মিম-রাজকে। ‘পরাণে’ বিচ্ছেদ হলেও ‘দামালে’র পর্দায় মিলন হয়েছে হাসনা-রোমান রূপী মিম-রাজের। ঢালিউডে গুঞ্জন উঠেছে, পর্দার রসায়নের বাইরে বাস্তবেও নাকি তাদের রোমান্স জমে উঠেছে বেশ। এদিকে মাঝরাতে পরীমণির হৃদয় পোড়া গন্ধে নেটিজেনরাও এমন কিছু ভাবছেন। রাজ-মিমের মাঝে বিবাহ বহির্ভূত সম্পর্কের শঙ্কা করে পরীর পোস্টে মন্তব্য করেছেন তারা। তবে এ ব্যাপারে নিশ্চুপ থাকতে দেখা গেছে মিম, রাজ ও রাফীকে।

তবে এ স্ট্যাটাসটি পরীমণির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া হয়নি। 

আরও পড়ুন: 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2