• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মিমকে নিয়ে পরীমণির সংসারে আগুন, যা বললেন রাজের বাবা!

প্রকাশিত: ১৯:৩৩, ১০ নভেম্বর ২০২২

আপডেট: ১৯:৪৪, ১০ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
মিমকে নিয়ে পরীমণির সংসারে আগুন, যা বললেন রাজের বাবা!

পর্দারজীবনের সাথে সাথে বাস্তব জীবনও সমান আলোচিত চিত্রনায়িকা পরীমণি। জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজের সঙ্গে সংসার জীবন শুরু করে সিনেমার পর্দা থেকে কিছুটা সরে এসেছেন তিনি। ঢাকাই চলচ্চিত্রের এ অভিনেত্রীর মনের আকাশে নেমে এসেছে কালো মেঘ। আর তাই সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন মনের ক্ষোভ। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) নিজের ফেসবুকে স্বামী শরিফুল রাজ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও নির্মাতা রায়হান রাফীকে নিয়ে আশ্চর্যজনক মন্তব্য করেছেন নায়িকা পরীমণি। চিত্রনায়িকা মিমের উদ্দেশ্যে লিখেছেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ রায়হান রাফীকে মেনশন করে লিখেছেন,‘ সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি।’ সেই একই পোস্টে স্বামী রাজকে উদ্দেশ্য করে পরী লেখেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা। নেটিজেনদের মনে প্রশ্ন, মিমের সঙ্গে কি প্রেমের জড়িয়েছেন রাজ? কেননা কিছুদিন আগে একটি অনুষ্ঠানে মিমের হাত ধরেছিলে শরিফুল রাজ। যা নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি।

রাজ এবং পরীর দাম্পত্য জীবন কেমন যাচ্ছে, এ নিয়ে ভক্তদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এ ব্যাপারে জানতে চাইলে শরিফুল রাজের বাবা মুসলিম মিয়া বাংলাভিশনকে বলেন, 'আমার জানা মতে রাজ ও পরী ভালো সময় পার করছেন। তারা খুব সুখেই আছেন। বাইরে গেলেও সবসময় তারা এক সঙ্গে যান, দুজন দুজনকে ভালো বুঝেন। আমি গতকাল (৯ নভেম্বর) পরীর ও রাজের সঙ্গে কথা বলেছি, তারা বেশ ভালো আছে বলেই জেনেছি। এরমধ্যে পরীমণি কেন ফেসবুকে এভাবে লিখেছে আমি তা জানি না।'

রাজ-পরীর সম্পর্ক নিয়ে চলচ্চিত্র নির্মাতা ও পরী কাছের মানুষ চয়নিকা চৌধুরী বলেন, 'আমার জানা মতে, তাদের (রাজ-পরী) সম্পর্ক খুবই ভালো। দাম্পত্য জীবনে তারা সুখে আছেন। পরী কেন ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছে আমি এ সম্পর্কে কিছুই জানি না।'

প্রসঙ্গত, 'পরাণ' ও 'দামাল' সিনেমায় জুটি হয়েছেন বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ। তাদের পর্দার রসায়ন দর্শকদের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছে। কিছুদিন থেকেই শুরু হয় মিমের সঙ্গে রাজের সম্পর্ক নিয়ে গুঞ্জন। আর এখন পরীর স্ট্যাটাস যেন সেই গুঞ্জনে আগুন জ্বালিয়ে দিলো। 

আরও পড়ুন: 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2