খবর শুনেই নিপুণ বললেন ‘আলহামদুলিল্লাহ’

নানান জল্পনা-কল্পনার অবসান ঘটালেন আদালত। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তারের দায়িত্ব পালনে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এরপরই যারপরনাই খুশি হয়েছেন চিত্রনায়িকা নিপুণ।
আপিল বিভাগের রায়ে সন্তোষ প্রকাশ করে নিপুণ জানান, ‘রায় আমার পক্ষে এসেছে। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। উচ্চ আদালত আমাকে ন্যায়বিচার দিয়েছেন।’
সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৩ মার্চ নিপুণের আইনজীবী সময় চেয়ে আবেদন করলে আপিল বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।
আদালতে চিত্রনায়ক জায়েদ খানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে সময় আবেদন করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
আরও পড়ুন:
বিভি/এজেড
মন্তব্য করুন: