সৃজিতকে ছাড়া ফাঁকা ফাঁকা লাগে মিথিলার

কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে মিথিলা ও সৃজিত মুখার্জির বিচ্ছেদের গুঞ্জন। বিচ্ছেদের খবরটি একেবারেই পাত্তা না দিয়ে উড়িয়ে দেন বাংলাদেশের মেয়ে রাফিয়াত রশিদ মিথিলা।
থাইল্যান্ড থেকে কলকাতা ফিরেই গণমাধ্যমকে মিথিলা পরিস্কার ভাবে জানিয়ে দেন, এসবের কেনো ভিত্তি নেই। এটা শুধুমাত্র গুঞ্জন। কাজের কারণে চলতি বছরটি বাইরে বাইরে কেটেছে মিথিলা-সৃজিতের। এখনও শুটিং নিয়ে মুম্বাইয়ে ব্যস্ত সৃজিত।
মিথিলা আরও বলেন, 'এই বছরটা আসলে আমার আর সৃজিতের বাইরে বাইরে কেটে গেল। আমি যখন কলকাতা আসি, সৃজিতকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। সুতরাং এসব কথায় কান দেওয়ার কোনো সময় আমার নেই। আমাদের সংসার খুব ভালোই চলছে।'
বিভি/জোহা
মন্তব্য করুন: