• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তিন কারণে বছরের শেষ দিনে সরগরম বিনোদন পাড়া

রিমু সিদ্দিক

প্রকাশিত: ১০:০৫, ৩১ ডিসেম্বর ২০২২

আপডেট: ১০:০৮, ৩১ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
তিন কারণে বছরের শেষ দিনে সরগরম বিনোদন পাড়া

গড়ছে কাজী হায়াত, শাহীন সুমন এর পরিচালক সমিতি। ভাঙছে পরীমণি-রাজের সংসার। ঝুলছে মাহিয়া মাহির নৌকার মনোনয়ন এমন তিন কারণে সরগরম বিনোদন পাড়া।

 

রাজ ও পরীর সংসারে বিচ্ছেদের সুর শোনা যাচ্ছে বছরের শেষ দিনটিতে। ৩১ ডিসেম্বর শুরুর লগ্ন রাত ১২টা ৪২ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে পরীমণি নিজেই জানান এই তথ্য।  

নিজের ফেসবুক ওয়ালে পরীমনি লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

স্ট্যাটাসটি শেয়ার করার ১০ মিনিটের মধ্যে শতাধিক শেয়ার এবং দুই হাজারের ওপর লাইক পড়ে। অনেকে কমেন্ট করে জানতে চান কি হয়েছে? তবে পরী কাউকে রিপ্লাই দেননি। 

এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতি নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী হায়াত, মহাসচিব হয়েছেন শাহীন সুমন। শনিবার (৩১ ডিসেম্বর) শুরুর লগ্ন রাত ১২ টা ২০ মিনিটে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু। এই নির্বাচনে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজারকে ৭ ভোটে হারিয়েছেন নির্মাতা কাজী হায়াৎ।

অন্যদিকে, চিত্রনায়িকা মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসন থেকে সংসদ সদস্য হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। 

জাতীয়ভাবে মাহির এমপি প্রার্থী হওয়ার খবরে আলোচনা ঝড় বিনোদন জগৎ থেকে শুরু করে রাজনীতির মাঠে। এরই মধ্যে মাহির মনোনয়ন নিয়ে মুখ খুলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।তিনি বলেন, মাহিয়া মাহি আওয়ামী লীগের এমপি হলে আমার কোনো মাথাব্যথা নেই। এটি সম্পূর্ণ দলীয় বিষয়। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2