দাওয়াত পেয়েও যে কারণে শিল্পী সমিতির বনভোজনে যায়নি জায়েদ খান

জায়েদ খান
বেশ লম্বা সময় ধরে চলছে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যকার ‘যুদ্ধ’। এরই মাঝে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন। রাজধানীর অদূরে নরসিংদীর মাধবপুরের একটি রিসোর্টে শনিবার বনভোজন আয়োজন করে শিল্পী সমিতি। এবারের বনভোজনে দেখা যায়নি সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানকে।
বনভোজনে জায়েদ খানকে দেখা না যাওয়ার কারণ জানালেন অভিনেতা নিজেই। বাংলাভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন ভিডিওতে......
এবারের শিল্পী সমিতির পিকনিকে দেখা যায়নি ববিতা, চম্পা, আলমগীর, মৌসুমী, ওমর সানী, পরীমনি, ডিপজল, আরিফিন শুভ, সিয়াম, রুবেল, নুসরাত ফারিয়া, পূজা চেরী, অরুণা বিশ্বাস, সুচরিতা, শাকিব খান, শবনম, অপু বিশ্বাস, বুবলী, ববি, নিরব, জিয়াউল রোশানকে।
উপস্থিত ছিলেন না মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা, মিষ্টি জান্নাত, আঁচল, বিপাশা কবির, সুনেরা বিনতে কামাল, আশনা হাবিব ভাবনা।
বিভি/জোহা
মন্তব্য করুন: