• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিয়েতে ডিজে গান বাজানোয় চমকে দেওয়া কাণ্ড কাজী’র

প্রকাশিত: ১৫:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৫:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বিয়েতে ডিজে গান বাজানোয় চমকে দেওয়া কাণ্ড কাজী’র

কথায় আছে ‘মিঞা বিবি রাজি, তো ক্যয়া করেগা কাজি!’ কিন্তু, এই কাজিই বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ালেন। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ছতরপুর জেলায়। বিয়ের সময় ডিজে গান বাজানোয় বিয়ে পড়ানো বন্ধ করে দেন কাজী। পরে কনের পরিবারের সদস্যরা এ জন্য কাজীর কাছে ক্ষমা চান। তার পরই বিয়ে দিতে রাজি হন কাজি। 

পরে কেন ডিজে গান বাজানোর জন্য বিয়ে পড়াননি কাজী। এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘‘আমাদের সমাজে অতিরিক্ত খরচ করা বারণ। য়ের সময় ডিজে গান বাজাবেন বা নাচের আয়োজন, এগুলো শিষ্টাচারের মধ্যে পড়ে না। এই বার্তা দিতেই বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’’

সাদামাটা ভাবে যাতে বিয়ের আয়োজন করা হয়, সে বার্তা আগে দিয়েছিল একটি মুসলিম সংগঠন। বিয়ের সময় ডিজেকে দিয়ে গান বাজানো এবং নাচ হলে কাজিরা যাতে বিয়ের রীতি না পালন করেন, সে ব্যাপারে বার্তা দিয়েছিল একটি সংগঠন। 

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ‘দ্য মুসলিম মহাসভা’ এক বিবৃতিতে জানিয়েছিল যে, বিয়ের অনুষ্ঠান যেন সাদামাটা করা হয়। এর পর প্রকাশ্যে এল মধ্যপ্রদেশের ঘটনা।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2