• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যে কারনে ভারতীয় গণমাধ্যমের শিরোনামে ডিপজল

প্রকাশিত: ২১:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
যে কারনে ভারতীয় গণমাধ্যমের শিরোনামে ডিপজল

হিন্দি সিনেমা নিয়ে মন্তব্যের জেরে ভারতীয় গণমাধ্যমের শিরোনামে আসলেন ঢাকাই সিনেমার খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। ইতিমধ্যে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা বাংলাদেশে মুক্তি নিয়ে আলোচনা নিয়ে তুঙ্গে। এরই মধ্যে ডিপজলের দাবি, হিন্দি সিনেমায় অশালীন দৃশ্য ও গান থাকায় তা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে বেমানান। 

ডিপজলের এমন মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোনা হয়। এরই মধ্যে বিষয়টি ভারতীয় গণমাধ্যমের নজরে আসে। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম দ্যা টাইমস অব ইন্ডিয়া বিষয়টি নিয়ে লিড নিউজ প্রচার করে যেখানে ভারতীয় সিনেমা নিয়ে ডিপজলের মন্তব্য প্রচার করে। 

শাহরুখের নতুন সিনেমা পাঠান শর্ত সাপেক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির বিষয়ে একমত হয়েছেন দেশের  চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহমালিক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। 

জানা গেছে, ঢাকার পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট সাফটা চুক্তির আওতায় ‘পাঠান’ আমদানি করতে আবেদন করেছে। অনুমোদন পেলেই সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2