• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তাসরিফ খানের অসুস্থতা নিয়ে যা বললেন ভাই তানজীব

প্রকাশিত: ১৮:২৫, ৭ মার্চ ২০২৩

আপডেট: ২০:১৬, ৭ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
তাসরিফ খানের অসুস্থতা নিয়ে যা বললেন ভাই তানজীব

তাসরিফ খান।

শারীরিকভাবে গুরুতর অসুস্থ সঙ্গীত শিল্পী তাসরিফ খান। তিনি ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত হয়েছেন। ফলে মুখে কিছুটা সমস্যায় ভুগছেন ‘কুঁড়েঘর’ গানের দলের প্রধান তাসরিফ খানের। তার এই অসুস্থ নিয়ে কথা বলেছেন তাসরিফ খানের ভাই তানজীব খান।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যার দিকে তাসরিফের ভাই তানজীব খান বাংলাভিশনকে বলেন, গত চারদিন ধরে তাসরিফের মুখে সমস্যাটা হচ্ছে।  চিকিৎসকরা বলেছেন সে প্রাথমিক স্টেজে রয়েছেন। তার চিকিৎসা চলছে। থেরাপি ও ওষুধ নিয়মমতো নিলে সুস্থ হতে ২১ দিন থেকে দুই মাস সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, সুস্থ হয়ে আবারও গানে ফিরতে মুখিয়ে আছেন তাসফির। সবার কাছে দোয়া প্রত্যাশী।

এর আগে গণমাধ্যমকে তাসরিফ বলেন, ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত এক মাস চিকিৎসার পর বলা যাবে। আপাতত মাস দুয়েক আমাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনও গানের কাজই করতে পারব না।

গান-বাজনার বাইরে মানবিক ও সামাজিক কাজ করেন তাসরিফ। গত বছর সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বন্যায় কোটি টাকার তহবিল সংগ্রহ করে তা বন্যার্তদের মাঝে বিতরণ করে ব্যাপক আলোচিত হয়েছিলেন তরুণ এই গায়ক। এবারের বইমেলায় ‘বাইশের বন্যা’ নামে একটি বইও লিখেছেন তরুণ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2