• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্থগিত হতে পারে শিল্পী সমিতির সদস্য পদ, জবাব দিলেন জায়েদ খান

প্রকাশিত: ২২:৩৩, ৩১ মার্চ ২০২৩

আপডেট: ১৯:৩১, ১ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
স্থগিত হতে পারে শিল্পী সমিতির সদস্য পদ, জবাব দিলেন জায়েদ খান

জায়েদ খান

কাঞ্চন-নিপুণ পরিষদ শিল্পী সমিতির দায়িত্ব নেয়ার পর অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন, দুই বারের সাধারণ সম্পাদক থাকা জায়েদ খান হারাতে পারেন সদস্য পদ। সেই ধারণা যেন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।  

আগামী রবিবার (২ এপ্রিল) চলচ্চিত্র শিল্পী সমিতির সভা ডেকেছে বর্তমান কমিটি। জানা গেছে, এই সভা থেকে আসতে পারে জায়েদ খানের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত। যদিও বিষয়টি নিয়ে এখনো মন্তব্য করতে রাজি না কমিটির কোনো সদস্য। 

এ নিয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাভিশনকে বলেন, নির্বাচনের বিষয়টি এখনো কোর্টে চলমান, সেখানে আমার সদস্যপদ বাতিল করে কীভাবে! আমি ভারতে ছিলাম তখন আমাকে কারণ দর্শানোর চিঠি দেয় যাতে আমি উত্তর না দিতে পারি। যেখানে আমি নির্বাচিত, আমি আমার দায়িত্ব পালন করতে পারছি না। এখন অন্যায়ভাবে আমার সদস্য পদ স্থগিত করতে চাচ্ছে।'

জায়েদ আরও বলেন, 'কাঞ্চন-নিপুণ পরিষদ নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা কিছুই পূরণ করতে পারিনি। উলটা এখন  অন্যায় কার্যক্রম পরিচালনা করছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি তারা আমার সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত নেয় তাহলে আমি আইনি লড়াইয়ে যাব।'

জানা যায়, সদস্য পদ স্থগিত করা হয়েছে চিত্রনায়িকা সুচরিতা ও নায়ক রুবেলের। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2