• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আগামীকাল ‘ইন্ডিয়ান আইডল’র ফাইনাল

প্রকাশিত: ১২:০৭, ১ এপ্রিল ২০২৩

আপডেট: ১২:১২, ১ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
আগামীকাল ‘ইন্ডিয়ান আইডল’র ফাইনাল

ছবি: সংগৃহীত

আগামীকাল (২ এপ্রিল) রবিবার ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়াল আইডল এর গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। ৭ মাসের যাত্রা শেষে জানা যাবে ভারতের নতুন এক আইডলের নাম। এবারের ফাইনালে নিজেদের শ্রেষ্ঠত্বের জন্য লড়বে ছয় জন প্রতিযোগী। তারা হলেন- শিবম সিং, ঋষি সিং, বিদীপ্তা চক্রবর্তী, চিরাগ কোতওয়াল, দেবস্মিতা রায় ও সোনাক্ষী কর।

তারা সকলেই নিজেদের ক্ষেত্রে ইতিমধ্যে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে কার ভাগ্যে উঠবে সেই কাঙ্খিত মুকুট তা এখন সময়ের অপেক্ষা।ভারতীয় এই আসরটি বাংলাদেশেও সমভাবে জনপ্রিয়। এরআগে বাংলাদেশের অনেক প্রতিযোগী এই আসরে অংশগ্রহনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। 

বরা্বরের মতো এবারের ফাইনাল পর্বেও বিচারক হিসেবে থাকছেন সংগীত তারকা বিশাল দাদলানি, নেহা কাক্কার ও হিমেশ রেশমিয়া। বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন সোনালি বেন্দ্রে, গীতা কাপুর ও টেরেন্স লুইস। উপস্থাপনায় আদিত্য নারায়ণের সঙ্গে যোগ দিয়েছেন ‘কমেডি কুইন’ খ্যাত ভারতী সিং।

ফাইনালের প্রকাশিত প্রোমো ভিডিওতে প্রতিযোগী, বিচারক ও অতিথিদের জমকালো অংশগ্রহণের ঝলক দেখা গেছে। রবিবার (২ এপ্রিল) ভারতীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) সনি এন্টারটেইনমেন্ট টিভিতে দেখা যাবে অনুষ্ঠানটি।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2