প্রতারণার অভিযোগ নিয়ে মুখ খুললেন রিয়াজ

হারুনুর রশীদ কাজল ও রিয়াজ
বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসঘাতকতা ও মানহানির অভিযোগ এনেছেন চলচ্চিত্র নির্মাতা হারুনুর রশীদ কাজল।
শনিবার (১ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ জমা দেন এ পরিচালক।
সেখানে তিনি উল্লেখ করনে, 'একটি কোম্পানি থেকে বিজ্ঞাপন নির্মাণের কাজ নেয় এ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থা। সেখানে চিত্রনায়ক রিয়াজকে শুধুমাত্র অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেন। কিন্তু রিয়াজ এই নির্মাতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খেপিয়ে তোলেন। যার ফলে এ কোম্পানির সঙ্গে এ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার চুক্তি বাতিল হয়ে যায়। যার ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন এ্যাডপ্লাস বিজ্ঞাপন সংস্থার প্রতিষ্ঠাতা হারুনুর রশীদ কাজল।'
এ নিয়ে জানতে চাইলে চিত্রনায়ক রিয়াজ বাংলাভিশনকে বলেন, 'আমার একটি কোম্পানির সঙ্গে হ্যান্ডওয়াশ এর বিজ্ঞাপনের জন্য কথা হয়। সেই সময় পরিচালক হিসেবে হারুনুর রশীদ কাজল তাদের সঙ্গে আসেন। পরবর্তীতে তার সাথে সে কোম্পানির কী সমস্যা হয়েছে আমি জানিনা। কোম্পানি কাজটা তাকে না দিয়ে অন্য একটি প্রোডাকশন হাউজের সঙ্গে চুক্তি করে। আমি একজন শিল্পী হিসেবে কাজ করেছি। তাদের মধ্যে কী সমস্যা হয়েছে তার সঙ্গে আমি কোনো ভাবে যুক্ত না।'
রিয়াজ আরও বলেন, 'হারুনুর রশীদ কাজল আমার নামে অপবাদ দিচ্ছে, মিথ্যা কথা ছড়াচ্ছে। আমার সঙ্গে কথা বলেছি, তাকে সমস্ত কাজপত্র দিয়েছি। আমি শীঘ্রই আইনি ব্যবস্থা নিব। কারন সে আমার সুনাম নষ্ট করছে।'
বিভি/জোহা
মন্তব্য করুন: