ঈদের দিন বাংলাভিশনের পর্দায় দেখা যাবে যে নাটকগুলো

বাংলাভিশন নাটক
বিশেষ দিনে দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দিতে বাংলাভিশনের থাকে নানা আয়োজন। বরাবরের মতো ঈদকে কেন্দ্র করে বিশেষ নাটক ও টেলিফিল্ম দেখা যাবে জনপ্রিয় এই বেসরকারি টিভি চ্যানেলটির পর্দায়।
ঈদের দিন বিকাল ৫ টা ১০ মিনিটে প্রচারিত হবে স্বল্পবিরতির নাটক 'সন্দেহবাজ জামাই'। পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। অভিনয় করেছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই।
ঈদের দিন সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে প্রচারিত হবে স্বল্পবিরতির নাটক 'এভাবেও ভালোবাসা যায়'। মহিদুল মহিমের পরিচালনায় এতে দেখা যাবে মুশফিক ফারহান ও তানজিন তিশাকে।
ঈদের দিন সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক 'এক ডজন গার্ল ফ্রেন্ড'। মাইদুল রাকিবের পরিচালনায় এতে দেখা যাবে নিলয় আলমগীর ও হিমিকে।
ঈদের দিন রাত ৯ টা ২৫ মিনিটে দেখা যাবে স্বল্পবিরতির নাটক 'ঝগড়াটে প্রতিবেশী'। শামীম জামানের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, সুরশ্রী, শামীম জামান, রোবেনা রেজা জুঁই।
ঈদের দিন রাত ১০টা ৪৫ মিনিটে প্ররাচিত হবে মুরসালিন শুভর পরিচালনায় নাটক 'শাঁখের করাত'। পরিচালক নিকুল কুমার মণ্ডলের এ নাটকে দেখা যাবে জোভান ও সামিরা খান মাহিকে।
রাত ১১টা ৩৫ মিনিটে বি ইউ শুভর পরিচালনায় দেখা যাবে মি. অলস। এ নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও পায়েল।
বিভি/জোহা
মন্তব্য করুন: