• NEWS PORTAL

  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘কীভাবে গড়বেন নেক সন্তান’ বইয়ের ফ্রান্সে মোড়ক উন্মোচন 

সন্তানপ্রতি পালনে ইসলামী দিকনির্দেশনার অনন্য সংযোজন

ইয়াছির আরাফাত খোকন, প্যারিস

প্রকাশিত: ১৮:০৮, ১৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
‘কীভাবে গড়বেন নেক সন্তান’ বইয়ের ফ্রান্সে মোড়ক উন্মোচন 

ফ্রান্সে বসবাসরত ইসলামিক স্কলার, এমসি ইনস্টিটিউট, ফ্রান্স-এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন রচিত ষষ্ঠ গ্রন্থ ‘কীভাবে গড়বেন নেক সন্তান’- এর আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন, “এই বই বর্তমান প্রতিকূল সময়ে সন্তান প্রতিপালনে এক যুগান্তকারী ভূমিকা রাখবে" এবং লেখককে আরও নতুন সৃষ্টির জন্য উৎসাহিত করবে। বইটিতে গর্ভকাল থেকে শুরু করে শৈশব ও কৈশোর পর্যন্ত সন্তান প্রতিপালনের প্রতিটি ধাপে ইসলামী শিক্ষার আলোকে করণীয় দিক নির্দেশনা বিশদভাবে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা শরীফ আল মুমিন এবং সঞ্চালনা করেন এফবিজেএ'র যুগ্ম-সমন্বয়ক ও সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কামারুজ্জামান। 

প্রধান অতিথির বক্তব্যে ফ্রান্সের সরবোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা (অবঃ) হুরায়রা কাওয়ারি বলেন, “বইটি ইউরোপে বেড়ে উঠা প্রবাসী প্রজন্মের জন্য মূল্যবান দিকনির্দেশনা প্রদান করবে।” 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ) সমন্বয়ক মোঃ মাহবুব হোসাইন, মাওলানা নাজির আহমেদ, অধ্যাপিকা নাজিয়া বিনতে মুসি এবং অধ্যাপিকা নাজনীন বেগম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ জুবায়ের আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন এমসি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান ইমন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা সোয়াহেল আহমেদ সোহেল এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন তরুণ অ্যাক্টিভিস্ট ও  মনোয়ার হোসাইন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এমসি ইনস্টিটিউটের কোষাধ্যক্ষ মো. লুৎফর রহমান, সদস্য আব্দুস সালাম মামুন, কবি আব্দুল আজিজ সেলিম, সাইফুল আলম, চিত্রশিল্পী জয়নুল আবেদিন, আব্দুল মোত্তালেব, জহির উদ্দিন, ফারুক শোয়েব, হাফিজ মাওলানা মঈন উদ্দিন, আলী হোসেন, তারেক রহমান, হাবিবুর রহমান, মিসবাহ উদ্দিন ও বনাই মিয়া।

উল্লেখ্য, এর আগে লেখক বদরুল বিন হারুনের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে প্রাচ্যবিদদের ইসলাম চর্চা ও বিকৃতির অপপ্রয়াস, তিন ভাষায় কথোপকথন, আসল ঠিকানার সন্ধানে, ও কুরআন বুঝার অনন্য কৌশল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাওলানা বদরুল বিন হারুন লিবিয়ার কর্নেল গাদ্দাফি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি ফরাসি শিক্ষা কারিকুলামে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একজন অভিজ্ঞ শিক্ষক।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2