নারী বিষয়ক সংস্কার কমিশনের পূর্ণ প্রতিবেদন বাতিল করতে হবে: শায়খ ইমদাদ মাদানি

হেফাজতে ইসলাম সভাপতি (যুক্তরাজ্য) শায়খুল হাদিছ শায়খ আব্দুর রাহমান মনোহরপুরি বলেছেন, হেফাজতের জন্ম হয়েছে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী তৎপরতা বন্ধের লক্ষ্যে, নাস্তিক মুরতাদদের যথাপোযোক্ত জবাব দেওয়ার জন্য, ইনশাআল্লাহ যতো দিন ইসলাম থাকবে ততোদিন হেফাজতে ইসলামও থাকবে। কোনো শক্তি হেফাজতকে দমিয়ে রাখতে পারবে না।
সোমবার (২১ এপ্রিল) লন্ডনের ফোর্ডস্কওয়ার মসজিদ কনফারেন্স হলরুমে হেফাজতে ইসলাম যুক্তরাজ্য লন্ডন মহানগর শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনের নিকট প্রস্তাবনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় তিনি লন্ডন মহানগর শাখা কর্তৃক আয়োজিত সুশৃঙ্খল ও ব্যতিক্রমী এই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।
হেফাজতে ইসলাম লন্ডন মহানগর এর সভাপতি, লন্ডন মাযাহিরুল উলুম মাইলেন্ড এর প্রিন্সিপাল, ব্রোমলি বাই বো জামে মসজিদের খতিব শায়খ ইমদাদ মাদানি তার লিখিত বক্তব্যে প্রস্তাবনা হিসেবে উল্লেখ করেন যে (ক) বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত নারী বিষয়ক সংস্কার কমিটির ইসলাম এবং মুসলমান বিরোধী প্রতিবেদকে সম্পূর্ণ বাতিল করতে হবে। (খ) সংবিধান সংস্কার কমিটি প্রস্তাবিত প্রতিবেদনের ‘বহুত্ববাদ’ বাতিল করে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্হাপন করতে হবে। (গ) ভারতীয় মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণের উদ্যোগ এবং ওয়াক্বফ আইন বাতিল এর জোর দাবি (ঘ) ফিলিস্তিনে গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি।
মানুষের গণতান্ত্রিক, ধর্মীয় অধিকার প্রতিষ্ঠায় হেফাজতে ইসলাম যেভাবে বাংলাদেশে ভূমিকা পালন করছে ঠিক তেমনি সুদূর লন্ডনেও ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন লন্ডন টাওয়ারের স্পিকার সাইফুল্লাহ খালেদ।
আগামী ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভার আয়োজন করে হেফাজতে ইসলামের লন্ডন শাখা।
এসময় বিশেষ অতিথির বক্তৃতায় সাইফুল খালেদ আশা ব্যাক্ত করে বলেন আগামীতে আমাদের শিশুরাই ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হবেন। প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের মধ্য থেকে আগামীতে ব্রিটিশ প্রধানমন্ত্রীও দেখতে চান তিনি। সেই লক্ষ্যে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির প্রতি এখন থেকে পরিকল্পিতভাবে তাদের সন্তানদেরকে গাইডলাইন এবং সুশিক্ষিত করে তোলার আহ্বান জানান। সেই যাত্রায় হেফাজতে ইসলাম লন্ডন শাখার সহযোগিতা কামনা করেন। আ.লীগের হাতে লাঞ্ছিত ও হয়রানির শিকার হয়েছে আলেম সমাজ। হেফাজতে ইসলামের আসন্ন শাপলা চত্বরের সমাবেশে লন্ডন থেকে একটি প্রতিনিধি দল যোগ দিবেন বলেও জানানো হয় এই সভা থেকে।
যুক্তরাজ্য লন্ডন মহানগর হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহিউদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইনের যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন শায়েখ ইমদাদুর রাহমান মাদানি।
সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মাওফুছ আহমদ সহ সভাপতি, হেফাজত যুক্তরাজ্য মাও. ফয়েজ আহমদ, সহ সভাপতি, হেফাজতে ইসলাম যুক্তরাজ্য, মাও. মাওদুদ হাসান সভাপতি, বাংলাদেশি উলামা মাশায়েখ সোসাইটি, যুক্তরাজ্যে হেফাজত নেতা মাওলানা নজির উদ্দিন আহমেদ, হেফাজত নেতা যুক্তরাজ্য, মাওলানা সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্য লন্ডন টাওয়ার হেমলেট এর সাবেক স্পিকার ও কাউন্সিলর আয়াস আহমেদ, যুক্তরাজ্য লন্ডন টাওয়ার হেমলেট এর স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ প্রমুখ। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে লন্ডন মহানগর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ।
বিভি/এআই
মন্তব্য করুন: