• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মালয়েশিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

মো: আরিফুজ্জামান, মালয়েশিয়া 

প্রকাশিত: ১২:৪৮, ২ মে ২০২২

ফন্ট সাইজ
মালয়েশিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

মালয়েশিয়ায় ঈদ

দীর্ঘ দুই বছর ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রবিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় টেলিভিশন ভাষণে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেন দ্য কিপার অব দ্য রুলার্স সিল তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ।

মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় ঈদের নামাজে অংশ নেন দেশটির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মালয়সহ প্রায় ৭টি দেশের ধর্মপ্রাণ অভিবাসী মুসল্লিরা একসাথে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত আদায় করে। এ সময় মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরাও ঈদ উৎসবে শরিক হয়েছেন।

ঈদ উপলক্ষে কুয়ালালামপুরের বিভিন্ন মসজিদে নানান পেশার প্রবাসী বাংলাদেশীরা সমাবেত হয়ে কুশল বিনিময় করে। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করে।

করোনা মহামারীর কারণে বিগত দুটি বছর দেশটিতে সবাইকে ঘরোয়া ভাবেই কাটাতে হয়েছে ঈদুল ফিতর। তাই এবারের ঈদ আনন্দ সকলের কাছে একটু ভিন্ন। সকলের মাঝেই ব্যাপক উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা গেছে।  

ঈদুল ফিতর উপলক্ষ্যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারওয়ার দেশটিতে বসবাসরত সকল বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2