হজ করতে গিয়ে ৭ লাখ ফ্রাংক কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন বাংলাদেশি

আব্দুর রহমান হজ করতে গিয়েছেন সৌদি আরব। গত সোমবার (২৭ জুন) দেশটিতে মদীনা শরীফে একটি বৈদেশিক মুদ্রার বান্ডিল কুড়িয়ে পান তিনি। তাতে ছিল আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর মুদ্রা ৭ লাখ ‘ফ্রাংক’।
এরপর আব্দুর রহমান ‘আফ্রিকান ফ্রাংক ফাউন্ড’ অর্থাৎ কিছু আফ্রিকান ফ্রাংক পাওয়া গিয়েছে লেখা কাগজ হাতে মসজিদে নববীর আশেপাশে ফ্রাংকগুলোর প্রকৃত মালিককে খুঁজতে থাকেন।
ফ্রাংকগুলোর মালিক বৃহস্পতিবার (৩০ জুন) আব্দুর রহমানকে দেখেন। তারপর প্রমাণ করেন যে, তিনিই ফ্রাংকগুলোর প্রকৃত মালিক।
আব্দুর রহমান প্রমাণ পেয়ে সেই ফ্রাংকের বান্ডিল তার প্রকৃত মালিকের হাতে তুলে দেন।
নিজের হারিয়ে যাওয়া অর্থ সম্পূর্ণ ফিরে পেয়ে সেই আফ্রিকান ব্যক্তি আনন্দের আতিশয্যে আব্দুর রহমানকে জড়িয়ে ধরেন।
বিভি/এনএ
মন্তব্য করুন: