• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মালয়েশিয়ায় অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৩৭ বাংলাদেশি আটক

প্রকাশিত: ২১:২০, ১ জুলাই ২০২২

ফন্ট সাইজ
মালয়েশিয়ায় অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৩৭ বাংলাদেশি আটক

সংগৃহীত ছবি

অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের সময় ৩৭ বাংলাদেশিকে আটক করেছে মালয়শিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)। সংস্থাটির বরাত দিয়ে শুক্রবার (১ জুলাই) দেশটির গণমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেলাঙ্গর প্রদেশের কুয়ালা সেপাং অঞ্চলের জলসীমা দিয়ে নৌকায় অবৈধভাবে প্রবেশের সময় ৩৭ বাংলাদেশিকে করা হয়। নৌকায় করে মানবপাচারের অভিযোগে এসময় ৪ ইন্দোনেশিয়ান নাগরিককেও আটক করা হয়েছে।

মেলাকা ও নেগ্রি সেম্বিলান অঞ্চলের এমএমইএ পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইশাক বলেন, ‘গত ৩০ জুন রাত ১১টার দিকে আমাদের রাডারে মালয়েশিয়ার জলসীমায় একটি নৌকার সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে। তখন আমরা সেখানে অভিযান পরিচালনা করি। আমাদের একটি টহল নৌকা কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অনিবন্ধিত নৌকা খুঁজে পায়।’

ক্যাপ্টেন ইস্কান্দার আরও বলেন, ‘নৌকায় ৪ ইন্দোনেশিয়ান ছিলেন। তারাও পরিচয়পত্র দিতে ব্যর্থ হন। পরে নৌকায় থাকা ৪১ জনকে এমএমইএ জেটিতে নিয়ে গিয়ে আটক করা হয়।’

তিনি আরও জানান, এই ঘটনায় মানবপাচার আইনে একটি মামলা হয়েছে এবং তার তদন্ত চলছে।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2