কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু

কানাডার অটোয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। তার নাম আসিফ সৈয়দ (২৭)। স্থানীয় সময় শনিবার দিবাগত (১০ জুলাই) রাত ৩টার দিকে অটোয়া হাইওয়েতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আসিফ দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আসিফের বাড়ি বাংলাদেশের বগুড়া জেলার বাদুরতলায়। তার বাবার নাম আসলাম সৈয়দ।
দুর্ঘটনার শিকার হওয়া গাড়িটির চালক ছিলেন আসিফের চাচাতো ভাই নওশাদ সৈয়দ। নওশাদও গুরুতর আহত হয়েছেন। তাকে অটোয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি লেখাপড়া শেষ করে আসিফ সৈয়দ চাকরিতে যোগ দিয়েছিলেন।
বিভি/এনএ
মন্তব্য করুন: