• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশিদের ইতালি যাওয়ার সুবর্ণ সুযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮, ২৯ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বাংলাদেশিদের ইতালি যাওয়ার সুবর্ণ সুযোগ

ইতালি সরকার বাংলাদেশ, ভারত, শ্রীলংকাসহ ৩৩টি দেশ থেকে ৮২ হাজার কর্মী নেওয়ার গেজেট প্রকাশ করেছে। ওয়ার্ক পারমিট ভিসায় উল্লেখিত দেশগুলো থেকে আগামী ২৭ মার্চ আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

শনিবার (২৮ জানুয়ারি) ইউরোপিয়ান সংবাদমাধ্যম দ্য লোকালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কৃষি ও অস্থায়ী ক্যাটাগরিতে ৪৪ হাজার এবং স্থায়ী স্পন্সর ক্যাটাগরিতে ৩৮ হাজার ৭০৫ জন শ্রমিক নেওয়া হবে। এ ছাড়া উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, আর্টিস্ট, ব্যবসা শুরু করতে চাওয়া ব্যক্তিরাও ইতালির ভিসার জন্য আবেদন করতে পারবেন।

গেজেট অনুযায়ী কর্মী নেওয়ার তালিকায় আরও রয়েছে- আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভেদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, জাপান, গুয়েতেমালা, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা, মন্টেনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, রিপাবলিক অব নর্থ মেসেডোনিয়া, সেনেগাল, সার্বিয়া, সুদান, তিউনিশিয়া ও ইউক্রেন।

এর আগে, ২০০১ সালে ৩০ হাজার লোককে ওয়ার্ক পারমিট দেয় ইতালি সরকার। এরপর ২০২২ সালে এই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৬৯ হাজার ৭০০ জন। এবার ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ৮২ হাজার ৭০৫ জন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2