মালদ্বীপে ব্যবসায়ী ও সাংবাদিকদের ইফতার আয়োজনে প্রবাসীদের মিলনমেলা

মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী ও সাংবাদিকদের উদ্যোগে বাংলাদেশি কমিউনিটির সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালের অভিজাত রেস্টুরেন্ট ম্যানহাটন ফিশ মার্কেটের হলরুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ ও আমন্ত্রণে আসা বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম চ্যানেল বাংলাভিশনের নির্বাহী সম্পাদক মো. বদরুল আলম নাবিল, সময় টিভির সিনিয়র রিপোর্টার আবদুল্লাহ আন-নূর (কাজল), নয়া দিগন্ত পত্রিকার স্পোর্টস রিপোর্টার মো. রফিকুল হায়দার, মানবজমিন-এর সংবাদ সম্পাদক কাজল কুমার ঘোষ, ঢাকা পোস্ট-এর সম্পাদক মহিউদ্দিন সরকার, বাংলাভিশনের মুন্সিগঞ্জ প্রতিনিধি সোনিয়া হাবিব লাবনী ও ব্যাংকার ফাতেমাতু জোহরা।
এছাড়াও উপস্থিত ছিলেন, চক্ষু বিশেষজ্ঞ ড. মোক্তার আলী লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দুলাল মাতবর, বিশিষ্ট ব্যবসায়ী মো. দুলাল হোসেন, ফোর এল ইন্টারন্যাশনাল-এর কর্ণধার মো. হাদিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান, ঢাকা ট্রেডার্স এর কর্ণধার মো. বাবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন, ইউ-এস বাংলা এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার মো. শরিফুল ইসলাম, মিয়াঞ্জ ফুডস এর হেড অফ বিসনেস মো. যুবায়ের এরশাদ, ব্যবসায়ী এরশাদ মোল্লা, এনবিএল মানি ট্রান্সফার প্রা. লি. এর ডিরেক্টর মো. হান্নান খান কবির, সিও মাসুদুর রহমান ও সিনিয়র স্টাফ হায়দার আলী সাবু, এল ট্যুর প্রা. লি. এর সিও মো. কাশেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. মুজিবুর রহমান, শাহ আলাম, জহিরুল ইসলাম, জাকির হোসেন, এম কেআর কামাল হোসেন, রাসেল আহমেদ সাগর, মো. ওয়াসীম, হোসাইন সাহেদ, মো. কুদ্দুস, হাসান ইমাম, আবু জাহের, হাজী সাদেক, আবদুল মান্নান, মনির হোসেন, খায়রুল আমিন প্রদান, দুলাল আল মাইজভান্ডারি, আলমগীর হোসেন, ফায়েজুর রহমান, আনোয়ার হোসেন রাজু, হুমায়ুন গাজী এবং দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবির প্রবাসী ও মালদ্বীপের এর বিশিষ্ট ব্যবসায়ীসহ বাংলাদেশ সোসাইটি এবং রাজনৈতিক বিভিন্ন অঙ্গসংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ বলেন, মালদ্বীপে সাংবাদিক ইউনিটের সদস্যরা কমিউনিটির সেবায় যেভাবে কাজ করে যাচ্ছেন, তা প্রশংসনীয়। তিনি বাংলাদেশের উন্নয়নযাত্রায় প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। এছাড়াও তিনি উল্লেখ করেন দূতাবাস ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সুসম্পর্ক অক্ষুণ্ন রাখতে প্রবাসী সাংবাদিকেরা সহযোগিতা করবেন এবং বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে সাংবাদিকদের যথাযথ ভূমিকা পালন করতে হবে বলেও উল্লেখ করেন হাইকমিশনার।
মালদ্বীপ সাংবাদিক ইউনিটের সভাপতি এমরান হোসাইন তালুকদার ও সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খোন্দকার (অনিক) এর উদ্যোগে অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি পরিণত হয় প্রবাসীদের মিলনমেলায়।
এছাড়াও উক্ত অনুষ্ঠানের স্পন্সর সহযোগিতায় ছিলেন US-Bangla Airlines, FourL International, Namko & Global Reach Groups of Company, Daka Trader's, Mianz Group, Vew Construction pvt ltd, CoCo Pvt Ltd, Boarder gourds, Repair Zone, Plenty Travel & Tours Pvt Ltd, L Tour Pvt Ltd. Maas Star Investment,
ইফতারপূর্ব বিশেষ মোনাজাতে মো. বিল্লাল হোসেন বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানের জন্য শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
উপস্থিত কমিউনিটির নেতারা প্রবাসী ব্যবসায়ী ও সাংবাদিকদের ইফতার মাহফিলকে নিজেদের মধ্যকার সম্প্রীতির বন্ধন হিসেবে উল্লেখ করেন। ইফতার মাহফিল শেষে মালদ্বীপ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিভি/এইচএস
মন্তব্য করুন: