যে হাত কলম ধরে, সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের: আজহারী

সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও অন্যান্য কিছু ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যা নিয়ে চলছে নানান সমালোচনা। এ নিয়ে মুখ খুলেছেন বিশিষ্ট ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, ‘যে হাত কলম ধরে, সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের’
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এসব কথা লেখেন।
ওই পোস্টে আজহারী লিখেছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এক ছাত্র অন্য ছাত্রকে টর্চার করার, গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গন থেকে বিলোপ সাধন হোক সকল অরাজকতা।
যে হাত কলম ধরে, সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের এমন আশাবাদ ব্যক্ত করে পোস্টটি শেষ করেন তিনি।
১ ঘণ্টার মধ্যে প্রায় দুই লাখ মানুষ ওই পোস্টে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই সঙ্গে ১০ হাজারের বেশি মন্তব্য এবং ৫ হাজারের বেশি শেয়ার হয়েছে পোস্টটি।
বিভি/এজেড
মন্তব্য করুন: