‘শুধু বুম ধরলেই সাংবাদিক হওয়া যায় নাকি?’

আক্তার হোসেন (ফেসবুক থেকে নেওয়া)
লন্ডনের প্রেস মিনিস্টার ও বিবিসির সাবেক সাংবাদিক আক্তার হোসেন লাইভ রিপোর্টিং নিয়ে প্রশ্ন তুলেছেন। শুক্রবার (৭ মার্চ) রাজধানীতে একটি সংঘর্ষের সময় টেলিভিশনে লাইভ করা নিয়ে সমালোচনা করেছেন বরেণ্য এই সংবাদিক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘টিভিতে দুইটার খবর দেখছিলাম। ২৪/৭ নিউজ চ্যানেলটি খবরের মাঝে পল্টনে লাইভ নিয়ে গেল। ৩০ সেকেন্ড দেখার চেষ্টা করলাম। কিন্তু ৩০ সেকেন্ডে চ্যানেলটির রিপোর্টার একটা পুর্নাঙ্গ বাক্য বলতে পারে নাই। অ্যা.. অ্যা.. অ্যা.. করতে করতে তার অবস্থা কাহিল। অথচ দেখলাম তিনি নাকি সিনিয়র রিপোর্টার! লাইভ রিপোর্টিং করা একটা বিশেষ স্কিল, একটা আর্ট। এটা সবাই পারে না। এজন্য যারা পারে তাদের ঘটনাস্থলে পাঠানো উচিত। একটু ট্রেনিং-ফ্রেনিং দেন ভাই। শুধু বুম ধরলেই সাংবাদিক হওয়া যায় নাকি?’
বিভি/পিএইচ
মন্তব্য করুন: