• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘বৈশাখী শোভাযাত্রাকে সবার জন্য উন্মুক্ত রাখতে হবে’

প্রকাশিত: ১৪:৪৭, ২৭ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৩২, ২৮ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
‘বৈশাখী শোভাযাত্রাকে সবার জন্য উন্মুক্ত রাখতে হবে’

এ.এফ.এম মনিরুজ্জামান শিপু (ফাইল ছবি)

শিল্পী এ.এফ.এম মনিরুজ্জামান শিপু বলেছেন, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বৈশাখী শোভাযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য চারুকলা কেন্দ্রিক একটি গোষ্ঠী সক্রিয় হয়েছে। তারা শিক্ষার্থীদের ব্যবহার করে সমাজের সংবেদনশীল জায়গায় আঘাত হানছে, যেন জনমনে বিভ্রান্তি তৈরি হয় এবং বিরুদ্ধ মতের বিস্তার ঘটে।’ 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। মনিরুজ্জামান শিপু বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ সহকারী অধ্যাপক হিসেবে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী ছিলেন ও পরবর্তীতে জাপানের ওসাকা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা অর্জন করেন।

১.২.৩.৪.পোস্টে মনিরুজ্জামান শিপু আরও লিখেছেন, ‘বৈশাখী শোভাযাত্রার সূচনা হয়েছিল যশোরে, যার স্বপ্নদ্রষ্টা এটিকে গোটা বাংলাদেশের মানুষের উৎসবে পরিণত করতে চেয়েছিলেন—ঠিক যেমন ২১ ফেব্রুয়ারির শহীদ দিবসের শোভাযাত্রা। তিনি যশোরের উদীচি, ইনস্টিটিউটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে যুক্ত করেছিলেন, যাতে সবাই এটিকে নিজেদের শোভাযাত্রা মনে করতে পারে। তিনি জানতেন, যে কোনো সাংস্কৃতিক আন্দোলন ঢাকায় শুরু হলে তা সারা দেশে ছড়িয়ে পড়তে সহজ হয়। তাই পরোক্ষভাবে তিনি ঢাকা চারুকলায়ও এর সূচনা হতে অনুপ্রাণিত করেছিলেন এবং সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। যখন দিনাজপুর ও বরিশালে প্রথমবার এই শোভাযাত্রা আয়োজন করা হয়, তখন যশোরে আনন্দের সাথে মিষ্টি বিতরণ করা হয়েছিল। এরপর এটি ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে।’  

বিভি/আইজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2