• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ড. ইউনূস-মোদি বৈঠক নিয়ে রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারীর পোস্ট

ফেসবুক থেকে নেওয়া

প্রকাশিত: ২৩:১৪, ৪ এপ্রিল ২০২৫

আপডেট: ২৩:১৪, ৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ড. ইউনূস-মোদি বৈঠক নিয়ে রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারীর পোস্ট

ছবি: মুশফিকুল ফজল আনসারী

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে যে টানাপড়েন তৈরি হয়েছে উভয় দেশের মধ্যে তা নিয়ে প্রায় ৪০ মিনিট কথা বলেন দুই নেতা।   

বাংলাদেশের জনআকাঙ্ক্ষার পক্ষে থাকবে ভারত, এমন আশা প্রকাশ করে শুক্রবার  ফেসবুকে একটি পোস্ট দেন মেক্সিকোতে ঢাকার রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির একটি ছবি নিজের ওয়ালে শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠককে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে স্বাগত জানাই।’ 

বাংলাদেশ আবারও সার্বভৌম ও সাহসী পররাষ্ট্রনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তার প্রাপ্য অবস্থান পুনরুদ্ধার করছে। এটি লক্ষ্যভিত্তিক, সরাসরি, ভারসাম্যপূর্ণ ও সূক্ষ্ম কূটনৈতিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত। মুশফিকুল আরও বলেন, আমাদের বৃহৎ প্রতিবেশী ভারতের সরকার বাংলাদেশকে নতুন দৃষ্টিভঙ্গি ও বোঝাপড়ার মাধ্যমে নতুন করে ভাবছে—এটি একটি ইতিবাচক অগ্রগতি। আশা করছি ভারত সরকার বাংলাদেশের জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হবে। 

এমন কূটনীতি ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এটি আঞ্চলিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক অঙ্গনে আত্মবিশ্বাসী ও মর্যাদাপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। ভবিষ্যৎ আমাদের হাতে—এগিয়ে যাওয়ার সময় এখনই!

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2