• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আমরা কারো মুখাপেক্ষী নই, ফেসবুকে মুশফিকুল ফজল আনসারী

প্রকাশিত: ১২:০২, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:১৬, ২৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
আমরা কারো মুখাপেক্ষী নই, ফেসবুকে মুশফিকুল ফজল আনসারী

‘আমরা কারো মুখাপেক্ষী নই’ বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শনিবার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা কারো মুখাপেক্ষী নই- আমরাই পারি, আমরাই গড়ি ভবিষ্যৎ।’

তিনি আরও লিখেছেন, ‘সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হতে যাচ্ছে সরাসরি এয়ার কার্গো পরিবহন। মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গ্যালিস্টেয়ার-এর যৌথ মালিকানায় পরিচালিত এই নতুন যাত্রা আমাদের সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমি উপস্থিত থাকবো আগামীকাল বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে। থাকবেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এসকে বশির উদ্দিন ।

বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ আমাকে এই গৌরবময় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন: