শুভ জন্মদিন গ্রেট সাকিব

গ্রেট প্লেয়ারদের ভালো খেলার পেছনে একটা মোটিভেশন থাকে.................
আপনার অনুপ্রেরণার উৎস কী?
জবাবে সাকিব তার চমৎকার একটা অভিজ্ঞতা শেয়ার করেছিলেন...
" আমি একবার ঢাকার জ্যামে বসে কুলকুল করে ঘামছি.................এমন সময় এক পথশিশু আমার গাড়ির কাছে এসে বললো- " স্যার, একটা ফুল নিবেন?? " . আমি তার সঙ্গে থাকা সবগুলো ফুল নিয়ে নিলাম............... তারপর গাড়ির জানালার কাচ খুলে দাম দিতে যাবো- ঠিক এমন সময় ওই ছেলে আমাকে দেখে চিনে ফেললো !! . ফুলওয়ালা ছেলেটা বললো- " আপনে ছক্কা সাকিব না !!?? " . হাসতে হাসতে বললাম- " হ্যাঁ !! " . তখন ছেলেটা দাম নিতে অস্বীকৃতি জানিয়ে বললো- " দাম লাগবো না, স্যার !! আপনে প্রত্যেক ম্যাচে কমসে কম একটা করে ছক্কা মাইরেন- তাইলেই হইবো !! " . প্রতিবার মাঠে নামার আগে আমার মাথায় থাকে- " ওই ছেলের কাছ থেকে নেওয়া ফুলের দাম আমায় শোধ করতে হবে !!!! " " . কী প্রেরণাদায়ক একটা অভিজ্ঞতা !! ওই অখ্যাত ফুলওয়ালার কাছে ঋণস্বীকার কি সাকিবের ভালোবাসাই প্রমাণ করে।
শুভ জন্মদিন সাকিব।
মন্তব্য করুন: