• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সবার বিবর্তন হয়, আমারই হয় না কিছু: তসলিমা নাসরিন

প্রকাশিত: ১৭:২৩, ১৯ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
সবার বিবর্তন হয়, আমারই হয় না কিছু: তসলিমা নাসরিন

ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। নিজের অভিমত, অভিজ্ঞতা কিংবা অনুভূতি জানাতে তিনি বেছে নিয়েছেন ফেসবুক। ভেরিফায়েড অ্যাকাউন্টে সব সময় সক্রিয় তসলিমা জানিয়েছেন, বিন্দাস জীবন তার জন্য নয়। সবার জীবনে পরিবর্তন এলেও তার জীবনে পরিবর্তন আসে না।

রবিবার (১৯ মার্চ) বিকালে নিজের আইডিতে তসলিমা লিখেছেন, ‘যারা আমার সঙ্গে ইস্কুল কলেজে পড়েছে, বা যারা মেডিক্যালে পড়েছে, তারা বেজায় নিশ্চিন্তে, বেজায়  হৈ হল্লা করে, বেজায় ধন সম্পদ নিয়ে বিন্দাস  আছে। তাদের ঝলমলে হাস্যোজ্জ্বল ছবি দেখে প্রাণ জুড়োয়।’

তসলিমা আরও লিখেছেন, ‘যারা আমার সঙ্গে এককালে সাহিত্য করতে শুরু করেছিল, তারা আজ নানা পদক আর পুরস্কার পাচ্ছে,  রাজকীয় সম্মান পাচ্ছে, আনন্দ উৎসবে মেতে আছে। তাদের ঝলমলে হাস্যোজ্জ্বল ছবি দেখে প্রাণ জুড়োয়।’

নিজের কর্মজীবনের সঙ্গীদের নিয়ে এই লেখিকা বলেন, ‘তাদেরই কলিগ আমি পঁচিশ বছর বয়সীর মতো আজও স্ট্রাগল করছি। সবারই বয়স হয়, অবস্থার বিবর্তন হয়, আমারই হয় না কিছু। আজও অনিশ্চয়তা আমার নিত্যসঙ্গী, আজও  অন্যায়, অত্যচারের বিরুদ্ধে চেঁচাচ্ছি, আজও মার খাচ্ছি, অপমান সইছি। আনন্দ উৎসব আমার জন্য নয়। বিন্দাস বেঁচে থাকা আমার জন্য নয়।’

 

শেষদিকে নিজের জীবন নিয়ে তিনি লেখেন, ‘আমার হয়তো এ-ই ভালো। নিশ্চয়তা হয়তো আমার সইতো না, অত সুখও হয়তো সইতো না।’

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2