• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

প্রকাশিত: ২২:১৫, ৩ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এক হাজার ৩০ জন মারা গেলেন। মঙ্গলবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৭৯৯ জন। আক্রান্তদের মধ্যে ৬৮২ জন ঢাকার। দুই হাজার ১১৭ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ১৯৮ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই দুই হাজার ৯৪০ জন। বাকি ছয় হাজার ২৫৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে দুই লাখ ১১ হাজার ৬৮৩ জন ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই লাখ এক হাজার ৪৫৫ জন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2