• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি

মেরুদণ্ডের সমস্যা দ্রুত নিরাময়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি

প্রকাশিত: ০১:১৪, ৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০১:১৫, ৭ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
মেরুদণ্ডের সমস্যা দ্রুত নিরাময়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি

ছবি: মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি  ওয়ার্কশপ

বাংলাদেশ সহ সারা বিশ্বেই মেরুদণ্ডের (স্পাইন) এর রোগ একটি অন্যতম স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশে মেরুদণ্ডের রোগের প্রাদুর্ভাব ক্রমবর্ধমান। এর মধ্যে বয়স্ক মানুষের পাশাপাশি তরুণদেরও মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাচ্ছে। 

বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৪০-৫০% লোক মেরুদণ্ডের ব্যথা বা সমস্যায় ভুগছেন। মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা যেমন ডিস্কের সমস্যা, স্নায়ু চেপে যাওয়া ইত্যাদি অত্যন্ত সাধারণ। ৫০ বছর বা তার বেশি বয়সী ৬০-৭০% লোক মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের প্রায় ১০-১৫% প্রাপ্তবয়স্ক মানুষ ডিস্কের সমস্যায় আক্রান্ত হন।
 
(Lower Back Pain)ব্যাক পেইন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সাধারণ মেরুদণ্ড রোগগুলির মধ্যে একটি। এতে শ্রমজীবী মানুষ, গাড়িচালক, বসে কাজ করা অফিস কর্মীরা বেশি আক্রান্ত হন।

আধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি (Minimally Invasive Spine Surgery বা MISS) এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই পদ্ধতিটি রোগীদের জন্য একদিকে যেমন দ্রুত নিরাময় নিশ্চিত করে, তেমনি অপারেশনের জটিলতা কমায়। 

মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি হল একটি অত্যাধুনিক স্পাইন সার্জারি পদ্ধতি যেখানে ছোট কাটা দিয়ে স্পাইন অপারেশন করা হয়। এতে রোগী কম ব্যথা অনুভব করেন এবং হাসপাতাল থেকে দ্রুত ছুটি নিতে পারেন। এই পদ্ধতিতে সাধারণত লেজার, ছোট ক্যামেরা এবং বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়, যা অস্ত্রোপচারের মাধ্যমে মেরুদণ্ডের সমস্যাগুলোর সমাধান করে।

মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারির সুবিধাসমূহ:

১. কম আঘাত ও ক্ষত: ছোট কাটা হওয়ায় রোগীর শারীরিক আঘাত কম হয়।
২. দ্রুত পুনরুদ্ধার: দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতে হয় না, ফলে কর্মক্ষেত্রে ফিরতে সময় লাগে কম।
৩. কম ব্যথা ও রক্তক্ষরণ: পুরনো পদ্ধতির তুলনায় ব্যথা ও রক্তক্ষরণ কম হয়।
৪. কম ইনফেকশন ঝুঁকি: ছোট কাটা এবং আধুনিক যন্ত্র ব্যবহার হওয়ায় ইনফেকশনের সম্ভাবনা অনেক কম।

মেরুদণ্ডের অপারেশন  নিউরোসার্জনরা সবসময়ই করে আসছে। পুর্বে  বড় করে কেটে করা হতো কিন্তু বর্তমানে মিনিমালি ইনভেসিব স্পাইন সার্জারি বাংলাদেশে চলমান। 

দক্ষতা আরো বৃদ্ধির লক্ষ্যে  ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন ব্যাপি মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারী  ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। এখানে বিদেশ থেকে আগত আন্তর্জাতিক মানের চিকিৎসক Dr. Thinesh Kumaran, A/Prof. Mark Tan, Dr. Wayne Yap  নিউরোসার্জনদের এ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দিবেন। এতে করে বাংলাদেশ মিনিমালি ইনভেসিব স্পাইন সার্জারী আর সামনে এগিয়ে যাবে।

এই পোগ্রামের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ড.জাহিদ রায়হান। তার মতে, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দেশের জনগণকে Minimally Invasive Surgery এর সুযোগ  পাইয়ে দেয়ার জন্যই এই কর্মসূচি এই কর্মসূচির আয়োজন।

মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি একটি ভরসাযোগ্য ও আধুনিক চিকিৎসা পদ্ধতি যা রোগীদের জীবনযাত্রাকে আরো সহজ ও সুন্দর করে তুলতে পারে

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2