• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে রেলের ১০টি হাসপাতাল

প্রকাশিত: ১৫:০৪, ২১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে রেলের ১০টি হাসপাতাল

ছবি: সংগৃহীত

জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে বাংলাদেশ রেলওয়ের হাসপাতালগুলো। অবকাঠামো ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত উন্নয়ন শেষে সাধারণ মানুষ সারাদেশে রেলের ১০টি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। তবে, রেলের কর্মকর্তা ও কর্মচারীরা বরাবরের মতো অগ্রাধিকার পাবেন।

সোমবার (২১ এপ্রিল) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্বাক্ষর হয়। স্মারকে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং রেল সচিব ।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী সপ্তাহে রেলের হাসপাতালগুলো পরিদর্শন করবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি টিম। এসময় কী ধরণের অবকাঠামোগত উন্নয়ন দরকার সে ব্যাপারে রিপোর্ট দেবে।

রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, রেলের চট্টগ্রাম হাসপাতাল ৯১ বেড থাকলেও পরিদর্শনের সময় ভর্তি থাকতে দেখেছি মাত্র পাঁচজন। অথচ, রোগীদের বারান্দা-মেঝেতে থাকতে হয় চট্টগ্রাম মেডিকেলে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, দেশে ৮ হাজার ডাক্তারের সংকট রয়েছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস-এর মাধ্যমে ২ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, দেশের ১০টি রেল হাসপাতালে বর্তমানে বেডের সংখ্যা ৪৩১টি। এতোদিন সেগুলো রেলের কর্মকর্তা কর্মচারিদের জন্য বরাদ্দ ছিলো। তাদের পাশাপাশি সর্বসাধরণের চিকিৎসা নিশ্চিত করতে স্বল্প এবং দীর্ঘ মেয়াদি কী করতে হবে সেটা ঠিক করা হবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2