• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আরও ২৭৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:১১, ২০ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৬:১২, ২০ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
আরও ২৭৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২৭৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছেন ২১১ জন এবং ঢাকার বাইরে ৬৪ জন।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে মোট এক হাজার ৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
 
এবছর ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৫ হাজার ৯৭৬ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৪৫ জন রোগী। 

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যুর হয়েছে।

বিভি/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2