• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কখন বুঝবেন থাইরয়েড পরীক্ষা করা প্রয়োজন

প্রকাশিত: ২২:৪৮, ৯ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
কখন বুঝবেন থাইরয়েড পরীক্ষা করা প্রয়োজন

থাইরয়েডের সমস্যায় ভোগেন অনেকেই। পুরুষদের চেয়েও মহিলাদের মধ্যে বেশি দেখা যায় এই অসুখ। থাইরয়েডের সমস্যা শুরু হওয়ার সময়ে সংকেত দেয় শরীর। কয়েকটি লক্ষণ দেখলে আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন।

১) অল্পতেই ক্লান্ত লাগে? ক্লান্তি থাইরয়েডের একটি গুরুতর লক্ষণ। যদি অল্প কাজেই ক্লান্ত লাগে, তবে সতর্ক হওয়া জরুরি।

২) হঠাৎ অতিরিক্ত রোগা বা মোটা হয়ে যাচ্ছেন? তা হলেও সাবধান হওয়া জরুরি। এটা হলো থাইরয়েড হরমোনের মাত্রা ওঠা-নামা করার আর একটি গুরুত্বপূর্ণ সঙ্কেত।

৩) একটি লক্ষণ প্রায় অধিকাংশের চোখ এড়িয়ে যায়। তা হলো গলার কাছে কালো দাগ হয়ে যাওয়া। অনেকেই খেয়াল করেন না। কিন্তু থাইরয়েডের মাত্রায় গোলমাল হলেই এই দাগ পড়তে থাকে।

৪) ঘুম হয় না? ঠিক সময়ে ঘুম আসে না? সময় মতো ঘুম ভাঙতেও চায় না? তাহলে একবার থাইরয়েড পরীক্ষা করানো দরকার।

৫) উদ্বেগ এবং অবসাদ হঠাৎ বাড়তে শুরু করলেও সাবধান হওয়া দরকার। থাইরয়েড হরমোনের মাত্রার ওঠা-নামার সংগে এর সরাসরি যোগ রয়েছে।

৬) নারীদের ক্ষেত্রে ঋতুস্রাব সময় মতো হচ্ছে কি না, খেয়াল রাখা জরুরি।

বিভি/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2