• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

করোনায় আরও ১৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১৭:০৮, ১২ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:১৩, ১২ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
করোনায় আরও ১৪ জনের মৃত্যু

ছবি- সংগৃহীত।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৪ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১৩ জনে। এই সময়ে দেশে নতুন করে আরও ৫৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জনে।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ১৫৫ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৭০১ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন।

এর আগে সোমবার (১১ অক্টোবর) সারা দেশে করোনায় মারা যান আরও ১১ জন। এদিন করোনা শনাক্ত হয় আরও ৫৯৯ জনের দেহে।

বিভি/এমএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2