• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৩ জনের মৃত্যু, শনাক্ত নামল দুইশ’র নিচে

প্রকাশিত: ১৭:১০, ১২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
৩ জনের মৃত্যু, শনাক্ত নামল দুইশ’র নিচে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে ১৯৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮২১ জন। স্বাস্থ্য অধিদপ্তর শনিবার (১২ মার্চ) এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ১১ হাজার নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৯৮ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ে।

জানা যায়, এর আগে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১৮ ডিসেম্বর, সেদিন ১২২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছিল।

এখন পর্যন্ত দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৯ হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ২৫৩ জনের শরীরে এবং সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৫৯ হাজার ৪৬৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর একই বছর ১৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগী মারা যান বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। 

বিভি/এইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2